বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানা সড়ক দুর্ঘটরায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী থেকে ঢাকায় আসার পথে কাঞ্চন নামক স্থানে একটি বাস তাদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাদের দুজনকেই রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।