কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের অস্ত্রলুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন (বড়) ও তার সহযোগী মাস্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্রাবস্থায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থেকে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ মে রাতে টেকনাফের নয়াপাড়ায় শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হন। এ সময় লুট করা হয় ১১টি অস্ত্র ও প্রায় ৬৭০টি গুলি।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল