পিরোজপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ি মেরামত করার সময় তার নিচে চাপা পড়ে শফিউর রহমান গাজী (৪৫) নামে এক গ্যারেজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শফিউর রহামনের বাড়ির যশোরের বাঘাপাড়া উপজেলায়। তিনি বাসস্ট্যান্ড এলাকার একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিউর রহমান একটি পিকআপ ভ্যানের মেরামতের জন্য জগ দিয়ে উঁচু করে তার নিচে ঢুকেন। পরে জগটি সরে গেলে তিনি পিকআপের নিচে চাপা পড়েন। এতে তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবু আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল