যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারকালে তিন কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রুদ্রুপুর সীমান্ত পথে পাচারকারীদের হাত থেকে ওই তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির হাতে সোপর্দ করে। মুলত ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচারের চেষ্টা করা হচ্ছিলো বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কিশোরীরা বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহারের হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল