বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চাইনিজ রাইফেল, এসএমজি, এম-২ রাইফেল ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৭ এর একটি দল সোমবার দিনগত রাত থেকে উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এসব অস্ত্র কক্সবাজারের টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম