শরীয়তপুরের জাজিরায় মির আলী মাদবরের কান্দীতে আওয়ামী লীগের দু'গ্রুপের সংর্ঘসের ঘটনায় ১জন নিহত ও ১৫জন আহত হয়েছেন।
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: রতন সরদার ও শরীয়তপুর জাজিরা উপজেলার আওয়ামী লীগের সদস্য শফি খলিফার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫জন আহত হয়।
আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হোসেন খান (৩২) বোমার আঘাতে মারা জান। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন