কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকের অস্ত্রলুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন ও তার সহযোগী আবুল কালাম আজাদকে একটি পিস্তল ও শুটার গানসহ গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকষদল কুতুপালং এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অভিযান যায়। রাত ১০টার দিকে সহযোগী ও অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানকারীরা।