যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় আজ ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃতদের মধ্যে, ২৫ নারী, ৩৬ পুরুষ ও ২৪ টি শিশু রয়েছে।
২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুপ্রবেশের অভিযোগে মামলা করে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার