সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান।
সীমান্তের ১৩ নম্বর সাব পিলার তিন এর কাছ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাকডাঙ্গা বিওপির কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, তিন বাংলাদেশি বিকেলে সোনাই নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে চলে যান। পরে বিএসএফ তাদের আটক করে।
তিনি আরো জানান, আটক তিনজনকে ফেরত আনার ব্যাপারে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ভারতের সরূপনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে তারা জানান।