সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাটা বিল থেকে শান্তিরাম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তিরাম বিশ্বাস পেশায় ক্ষৌরকার। তার বাড়ি উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, উপজেলার সোনাডাঙ্গা বাজারে শান্তিরামের একটি সেলুন রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বিলে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, উদ্ধারকালে শান্তিরাম বিশ্বাসের মুখে বিষের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে লাশ বিলে ফেলে রেখে যায়।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম