সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার আল হাদী ও আবদুল কাদির। তবে স্থানীয়দের দাবি মাটি চাপায় অন্তত ৬ শ্রমিক নিহত হয়েছেন। বাকিদের লাশ প্রভাবশালীরা সরিয়ে ফেলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে শাহ আরপিন টিলা কেটে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি। আজ সোমবার টিলা কেটে পাথর উত্তোলনের সময় মাটি ধ্বসে পড়ে দুই শ্রমিক নিহত হন বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞন চাকমা।
বিডি প্রতিদিন/এ মজুমদার