জামালপুরের সরিষাবাড়ীতে এক সপ্তাহে টানা ৫টি হত্যা ঘটনার পর এবার থানা ভবনের পার্শ্বেই ভাইয়ের হাতে খুন হলো দেড় বছর বয়সী শিশু বোন। নিহতের নাম প্রাপ্তি ঘোষ।
সোমবার দুপুরে পুলিশ থানা সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইন্দ্রজিৎ ঘোষ (২৩) ও তার মামা শ্বশুর আনন্দ কুমার মোহন্তকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থানা ভবন সংলগ্ন পৌরসভার ইস্পাহানি গ্রামের বাসিন্দা পরিতোষ ঘোষ। তার দেড় বছর বয়সী মেয়ে প্রাপ্তি ঘোষ রবিবার রাত ৩টার দিকে নিজ ঘর থেকে নিখোঁজ হয়। এ খবর পেয়ে রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে নিহত প্রাপ্তি ঘোষের বড়ভাই ইন্দ্রজিতকে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে ইন্দ্রজিত পুলিশের কাছে ছোট বোনকে হত্যার কথা স্বীকার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, ইন্দ্রজিৎ তার বোনকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় সোমবার দুপুর আড়াইটায় থানা গেটের সামনের পুকুর থেকে প্রাপ্তি ঘোষের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ওইদিন বিকেলে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার শেষে মামলা দায়ের করা হয়েছে।