কিশোরগঞ্জের ইটনায় ট্রলার থেকে পড়ে আমির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তার বাড়ি ইটনা উপজেলার পুতারহাটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ট্রলারটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থেকে ইটনা যাচ্ছিল। রাত ৮ টার দিকে ট্রলারটি ইটনা জেটিঘাটে এসে দ্রুত গতিতে তীরে ধাক্কা লাগে। এ সময় ট্রলারের পিছনে থাকা আমির উদ্দিন নদীতে পড়ে যান।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, দীর্ঘক্ষণ খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। রাতের অন্ধকারে সঠিকভাবে অনুসন্ধান চালানো যাচ্ছেনা। দিনের বেলায় আবারও নদীতে তল্লাশি চালানো হবে বলে তিনি জানান।