পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১৪ মাস বয়সি ছেলে শিশুসহ তার মা নিহত হয়েছেন। এসময় শিশুর বাবা গুরুতর আহত হন। সোমবার রাত ১০টার দিকে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের ১০ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের পুঠিমারি এলাকার সিতেন্দ্রনাথ বর্ম্মন তার শিশুসহ স্ত্রী শীমতি জয়ন্তীকে নিয়ে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসছিলেন। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ১০ মাইল এলাকা সিতেন্দ্রনাথ বর্ম্মনকে পরে থাকতে দেখেন এক পথচারী। পাশেই মটরসাইকেলসহ তার স্ত্রী ও শিশুর ক্ষতবিক্ষত মরদেহ পরে ছিল।
এসময় সিতেন্দ্রনাথ বর্ম্মনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পুলিশের ধারনা অজ্ঞাত ট্রাকের ঢাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল