টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর রহিমা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের একটি টয়লেটের কুয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত রহিমা বেগম ওই গ্রামের লিয়াকত আলীর স্ত্রী। ১১ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গৃহবধূর কোনো সন্ধান করতে পারেনি।
সোমবার বাড়ির লোকজন টয়লেটে গেলে টয়লেটের কুয়া থেকে দুর্গন্ধ পায়। বিষয়টি আশপাশের লোকজনে জানালে তারা ছুটে এসে টয়লেটের কুয়ার পাড় ভেঙে লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল