জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমতারার (৪) নামে আহত এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জামালপুর-বকশীগঞ্জ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ওই শিশু আহত হয়। পরে সন্ধ্যায় ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমতারা বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যাপারিপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতারা এবং তার মা তাদের আত্মীয় আতিকুর রহমানের মোটরসাইকেল চড়ে যাওয়ার সময় নিলক্ষিয়ার বাসকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই আহত হয়। সেখান থেকে আহত অবস্থায় তাদের প্রথমে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আমতারা ও আতিকুর রহমানকে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় আমতারার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, প্রাইভেটকারটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল