ভোলা শহরের বাপ্তা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ডে দুইটি ওষুধের দোকানসহ ৫টি দোকান ভস্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, সোমবার গভীর রাতে অটোরিকশা মেরামতের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম