মাদকবিরোধী অভিযান ও প্রচার-প্রচারণার মাস উপলক্ষে নোয়াখালীতে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
এসময় প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরমান আক্তার মুনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মজিবুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মোমিন বিএসসি।
আলোচনা সভায় মাদকবিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন বক্তারা। এরপর মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার