কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে আজ রবিবার দুই কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত সুলতান শরীয়তপুরের বেদেরগঞ্জের পেড়াকান্দির আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে সুলতান মিয়াকে দুই কেজি গাঁজা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে সুলতানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম