গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ পিঠা প্রদর্শনের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পিঠা উৎসব উদযাপিত হয়েছে।
বরিবার সকালে উপজেলার শিশু একাডেমিতে পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। উৎসবে উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৭টি ষ্টলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে প্রদর্শন করা হয়। স্টল গুলোতে দুধ পুলি, পাকান পিঠা, কুশলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপ্টা পিঠা, তেলের পিঠা, রস পিঠা, কুশলি পিঠা, গোপাল ফুল পিঠাসহ নানা পদের প্রায় শতাধিক রকমের বাহারি পিঠা শোভা পায়। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নিয়ে পিঠা তৈরী ও বিক্রি করেন। উৎসব স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।
স্কুলছাত্রীরা জানান, এ ধরনের মেলায় এসে বাহারী রকমের পিঠা দেখে মন ভরে যায়। প্রতি বছর এ ধরনের আয়োজন করলে বাঙ্গালী ঐতিহ্য আবারো আমাদের মাঝে ফিরে আসবে।