শেরপুরের নকলায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ফরহাদ হোসেন সোলালী নামে এক বখাটেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ছাত্রীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়া হয়।
রবিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোসলেহ উদ্দিন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ ডিসেম্বর সকালে জেলার নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের ১৩ বছরের ওই মাদ্রাসা ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের ইয়াদ আলীর বখাটে ছেলে ফরহাদ হোসেন ওরফে সোনালী তাকে জোরপূর্বক তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এ ব্যাপারে ওই দিন ওই ছাত্রীর বাবা নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন।
এরপর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি নকলা থানা পুলিশ সোলালী গ্রেফতার করে। ১০ জন সাক্ষির দীর্ঘ শুনানির পর রবিবার বিচারক এ রায় দেন।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব