লক্ষীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উদযাপিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মোরশেদুল ইসলাম, সুমন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবদুল আজিজ, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মো.মাহবুবুর রহমান, মোছাদ্দেক হোসেন প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।