দিনাজপুরের বিরলে ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বৃদ্ধের বিরুদ্ধে। বর্তমানে ওই শিশুটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি বিরল উপজেলার তেঘড়া মহেশপুর গ্রামে।
ওই শিশুর বাবা অভিযোগ করেন, শনিবার বিকালে অন্যান্য শিশুদের সঙ্গে তার শিশুও খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার বিমল দাস নামে একজন শিশুটিকে জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি সেখান থেকে পালিয়ে এসে তার মাকে ঘটনা জানায়। পরে তিনি তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিরল থানার পরিদর্শক আব্দুল মজিদ জানান, প্রায় ৫৫ বছর বয়সি অভিযুক্ত বিমল দাস কয়েকটি সন্তানের জনক। তাকে আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব