ঝালকাঠির রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামের পাঁচ জুয়াড়িকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আাফরোজা বেগম পারুল এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হল- ইন্দ্রপাশার মৃত হযরত আলীর ছেলে মজনু হাওলাদার (৩৮), আ. রাজ্জাক হাওলাদারের ছেলে রফিক হাওলাদার (৩৮), নুরুল হকের ছেলে জামাল হাওলাদার (২৮), সাউদপুরের ইসাহাক মোল্লার ছেলে লিটন মোল্লা (৩০) ও মৃত খলিলুর রহমানের ছেলে আল-মামুন (৩০)।
পুলিশ জানায়, শনিবার রাতে ইন্দ্রপাশা গ্রামের সুলতান মল্লিকের ভিটার পরিত্যক্ত একটি ঘরে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ইউএনও’র ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ