বাগেরহাটে সড়ক দুঘর্টনা রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে। রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহর ও শহরতলীর ৬টি পয়েন্টে এই অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
এদিন দুপুরে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪০টি মামলা ও জরিমানা আদায় করা হয়। এছাড়া সরকারি কাজে বাধা দেয়ায় আজিজুর রহমান (৩২) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আজিজুর রহমান কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, সড়ক দুঘর্টনা রোধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব