নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী মহাসড়কে মালবাহী ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইসমাম নামে চার মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (২৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাম বেগমগঞ্জ উপজেলার আমানতপুর ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- পিকআপভ্যান চালক সাদ্দাম হোসেন, যাত্রী পান্না বেগম, বাপ্পীসহ মোট পাঁচ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে চৌমুহনী থেকে ফেনীর উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক ছেড়ে আসে। এসময় গাড়িটি নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইসমাম নামে এক শিশু নিহত হয়। আহত হয় পাঁচ জন।
সেনবাগ থানার (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ