ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভাতিজা কবির হোসেনের লাঠির আঘাতে চাচা আ. রহমানের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে কবিরের বড় ভাইয়ের স্ত্রীর ঘরে একটি সন্তান জন্ম নেয়। কিন্তু সন্তানটি জন্ম নেয়ার পর শনিবার রাতেই মারা যায়। রবিবার বিকেলে মৃত সেই শিশুকে কবর দিতে পারিবারিক কবরস্থানে নিয়ে গেলে দাফনের জন্য প্রস্তুকৃত বাঁশ দিয়ে কবির হঠাৎ করেই তার চাচা আ. রহমানের মাথায় আঘাত করে। এ সময় উপস্থিত লোকজন আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় আবু রায়হান জানান, কবির ঢাকায় একটি কলেজে অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মাথায় সমস্যা থাকার কারণে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলা যাবে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব