বাল্যবিবাহ রোধে মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছেরের নিচে বিয়ে নয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
তিনি বলেন, যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে প্রতিটি শিশুকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশুনা শেষ না করতেই বাল্যবিবাহ চলবে না। বিশ্বের দরবারে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে ও নিজেকে সঠিক পথে পরিচালিত করার লক্ষে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। তাই স্কুল শিক্ষক অভিভাবকসহ সমাজের সবাইকে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে।
রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পূবাইল ৪০ নং ওয়ার্ড মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র হোসনে আরা জুলি ও কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব