আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া তেমন কোন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তাই আমেজহীন হয়ে পড়েছে এই উপ-নির্বাচন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন।
তবে ভোটাররা মনে করছেন, নির্বাচনে যদি কাদের সিদ্দিকী থাকতেন তা হলে নির্বাচনে অন্যরকম আমেজ থাকতো। ভোটের লড়াইটাও হতো হাড্ডাহাড্ডি। আর নির্বাচনে অন্য যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের বাড়ি কালিহাতীতে নয়। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীর বাড়ি কালিহাতীতে। তাই নির্বাচনে একদিক দিয়ে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন।
কালিহাতী সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের ভোটার রফিকুল ইসলাম জানান, হঠাৎ করেই আমি শুনলাম আগামী ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনে কোন আমেজ নেই। শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ধরতে গেলে এই উপনির্বাচন একতরফা হবে।
ভোটার আনছার আলী বলেন, দীর্ঘ ১৪ মাস নির্বাচন না হওয়ায় অনেক উন্নয়ন কাজ হচ্ছে না। আটকে রয়েছে এমপি কোটার অনেক উন্নয়ন কাজের বরাদ্দ। নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন ওই বিজয়ী প্রার্থী যেন উপজেলায় উন্নয়ন কাজ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ