বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ৮৫৯ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জানুয়ারি) রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার সাহদাৎ আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।
ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলস্টেশন দিয়ে চলাচলকারী ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৮৫৯ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৬৮ হাজার ১৪০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ