রাঙামাটিতে অগ্নিকাণ্ডে দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের চম্পক নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কমল চাকমার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, সন্ধ্যায় কমল চাকমার বাড়িতে আগুন লেগে দু’টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ