রাজবাড়ীতে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ হোসেন খান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেন খান আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শফিকুর রহমান খানের ছেলে।
রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের আলীপুর ইউনিয়নের জামাই পাগলের মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম (পিপিএম) জানান, হোসেন খান রাজবাড়ীর কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি শাহিনের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ