চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী রেল স্টেশনের কাছে পালকি কমিউনিটি সেন্টারের সামনে ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন হরজন আলী (৫৫) নামে এক ব্যক্তি। রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় পুলিশ গুরুতর আহত অবস্থায় হরজন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া দোহাজারীগামি ট্রেনে এক ব্যক্তির একটি পা কাটা পড়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ