মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নকল সিল বানানোর অপরাধে আব্দুল মবিন চাপুইরী নামের এক পীরকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড এলাকা থেকে সদর উপজেলার চাপুর দরবার শরীফের কথিত পীর আব্দুল মবিনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ জানান, দুপুরে একটি দোকানে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সিল বানানোর অর্ডার দেন আব্দুল মবিন। প্রতিষ্ঠানের মালিক আমাকে ফোনে বিষয়টি জানান। সিল বানানোর সঠিক কারণ বলতে না পারায় আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। হয়তো তিনি মন্ত্রীর নকল সিল করে কাউকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৭/ফারজানা