মাসিক সম্মানিভাতা বৃদ্ধি, পদমর্যাদা নির্ধারণসহ আট দফা দাবিতে সোমবার সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলার চারটি পৌরসভার কাউন্সিলররা। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
পৌর কাউন্সিলরদের আট দফার অন্য দাবিগুলো হলো, পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশি-বিদেশি প্রকল্প, কর্মচারি নিয়োগ, টেন্ডার আহবান, হাট-বাজার থেকে কর আদায় করা যাবে না। বিভিন্ন প্রকল্পে কাউন্সিলদের তদারকি ও প্রত্যায়নপত্র দেয়ার বিধান থাকার দাবিও করেন তারা। পৌরসভার নির্বাচন পদ্ধতির পরিবর্তনও দাবি করেছেন কাউন্সিলররা।
মানববন্ধনে বক্তব্য দেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, প্যানেল মেয়র সায়েদা সালমা, কাউন্সিলর খলিলুর রহমান বেপারী, বিপ্লব হাওলাদার, শিবচর পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলাম, রাজৈর পৌরসভার কাউন্সিলর মহসীন খান প্রমুখ।
মানবন্ধনে বক্তারা দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৭/ফারজানা