স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ এবং মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড়ের তিন পৌরসভার কাউন্সিলররা।
সোমবার সকালে শহরের শেরেবাংলা পার্কের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে পঞ্চগড়, বোদা এবং দেবীগঞ্জ পৌরসভার কাউন্সিলররা অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি দেয়া হয়।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৭/ফারজানা