মৃত মানুষকে জীবিত করার কেরামতি দেখানোর নামে বঙ্গোপসাগরে চুবিয়ে আয়নাল (২৪) ও ফারুক (৪০) নামের দুই জেলেকে হত্যার ঘটনায় বরগুনায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ১২ জনকে যাবজ্জীবন এবং একজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাত বছর আগের এই মামলায় সোমবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা-গুলিশাখালী গ্রামের মো. বাবুল মাঝি (৪৫) ও মো. রুস্তুম আলী হাওলাদার (৫০)।
যাবজ্জীবন পাওয়া সাতজন হলেন একই গ্রামের ফজলু হাওলাদার, আবদুল খালেক, মনিরুল ইসলাম, আবদুর রহিম, বাবুল, কুটি মিয়া, বাদল, আবু হানিফ, আবুল বাশার, রিয়াজ গাজী, খোকন ও সেন্টু মিয়া। এছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলার হাবিবুর রহমান জমাদ্দারকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৭/মাহবুব