জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার পন্ডিতপাড়া গ্রামে রবিবার গভীর রাতে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী ফেরদৌসি (৫০)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, ফেরদৌসির স্বামী রাশেদুল ইসলাম সোনা মিয়া দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়ে গত ৩-৪ মাস ধরে বাড়িতেই থাকতে শুরু করে। পারিবারিক কলহের জের ধরে ওই রাতে বেস্নট দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় মাদারগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এই ব্যাপার অভিযুক্ত ফেরদৌসি জানান, রাত ১২টায় দিকে তার স্বামীর শরীর তাকে স্পর্শ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দা নিয়ে ধস্তা ধস্তির সময় তার স্বামীর গোপনাঙ্গ কেটে যায়।
রাশেদুল ইসলামের চাচাতো ভাই আব্দুল করিম দুলাল বাদি হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৬