কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিম নগর এলাকায় একটি ট্রাক থেকে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় ট্রাকের চালক হারুনুর রশিদকে (৩২) আটক করা হয়েছে। আটককৃত ট্রাক ড্রাইভার হারুনুর রশিদ জয়পুরহাট জেলার দক্ষিণ বুলুপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকায় কুড়িগ্রাম থেকে রংপুর গামী (ঢাকা মেট্রো-ট-১৪৫৯৩২) একটি ট্রাকে তল্লাশী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সারে ১২ লাখ টাকা বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার একটি বড় চালানসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ট্রাক ড্রাইভারের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার