স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা অসম্মানজনক ও বৈষম্যমূলক বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে পৌর কাউন্সিলররা। আজ দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার সকল কাউন্সিলরগণ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সভাপতি মো. রোস্তম আলী তোতা, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, নাগেশ্বরী পৌর কাউন্সিলর মমিনুর রহমান ভোলা, উলিপুর পৌর কাউন্সিলর রশিদা বেগম লতা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা ৮ হাজার টাকা ধার্য করা হয়েছে, যা পৌর কাউন্সিলরদের জন্য অসম্মানজনক ও বৈষম্যমূলক। সিটি কাউন্সিলর, জেলা পরিষদ সদস্যদের মাসিক সম্মানীভাতার সাথে সমন্বয় করে নতুন করে মাসিক সম্মানীভাতা নির্ধারণের দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার