নোয়াখালীতে মাদক, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ (পিপিএম-সেবা)।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. জসিম উদ্দিন চৌধুরী, চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান ভূঁইয়া, সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন, সাংবাদিক আলমগীর ইউসুফ, মনিরুজ্জামান চৌধুরী, আবু নাছের মঞ্জু, ফুয়াদ হোসেন, আকবর হোসেন সোহাগ, আমিরুল ইসলাম হারুন, শাহ এমরান সুজন, নাসির উদ্দিন বাদল, মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। এসব সামাজি অপরাধ প্রতিরোধের লক্ষ্যে জেলাজুড়ে পুলিশের নিয়মীতি তৎপরতার পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরো গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি জেশা শহরের শহীদ ভুলু ষ্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে আয়োজন করা হয়েছে। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি এবং পুলিশের আইজি একেএম শহীদুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। পুলিশ সুপার আরো বলেন, আগামীতে পুলিশের সেবা জনগণের আরো কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।