নোয়াখালীতে পৌর কাউন্সিলররা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তাদের সম্মানীভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন করেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে জেলার আট পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা অংশগ্রহণ করেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নোয়াখালী পৌরসভার কাউন্সিলর রতন পাল বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কাউন্সিলরের সম্মনী ভাতা ৮ হাজার টাকা আর মেয়রের জন্য ৩৮ হাজার টাকা ধরা হয়েছে যা অত্যন্ত বৈষম্যমূলক। কাউন্সিলরদের সম্মনীভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহব্বান জানান তিনি। পরে প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন কাউন্সিলররা।