ময়মনসিংহ শহরতলী এলাকার দাপুনিয়া হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুরাইয়া জান্নাত সেতুকে (১৭) অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ অবরোধ চলে। পরে কতৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা। অপহৃত সেতু চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় অপহৃতর বড় ভাই সাজ্জাদ হোসেন রবিবার রাতেই বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে আটক করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে কলেজে যাওয়ার পথে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি মোড়ে স্থানীয় আব্দুল কাদিরের বখাটে পুত্র সারোয়ার হোসেন ও তার সহযোগী ৭/৮ জন বন্ধু মাইক্রোবাসে করে সেতুকে তুলে নিয়ে যায়। এরই প্রতিবাদে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সেতুকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার না করায় বেলা একটা থেকে ৩টা পর্যন্ত ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে দাপুনিয়া বাজারে বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আন্দোলনে একাত্মতা পোষণ করেন। পরে কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনাস্থল পৌঁছে ৩দিনের মধ্যে সেতুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।