কেরানীগঞ্জে আজ বিকালে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে জরিমানা করেছেন। জরিমানার আদেশ প্রাপ্তরা হলো, মো. সুমন (২৫), মোহাম্মদ আলী (২৬) ও রনি (১৯)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন জানান, মাদক সেবনের অভিযোগে তিন যুবককে আটক করা হয়। পরে আজ বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার