গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকার কারণে চার ফার্মেসীকে জরিমানা করে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের দু’পাশ থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত এসব কর্মসুচি পালন করে।
আদালত পরিচালনাকারী ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল বলেন, মাওনা চৌরাস্তা এলাকার হাবিব মেডিকেল, শিল্পী, তৈয়ব, জামান, জনতা, স্মৃতি ও মন্ডল ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। পরে এসবের মধ্যে চারটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকার কারণে ফার্মেসির উদ্যোক্তাদের জরিমানার আওতায় আনা হয়েছে।
ইউএনও জানান, এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের দু’পাশ থেকে অবৈধ কমপক্ষে ১০টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ফুটপাতে জনদুর্ভোগ সৃষ্টির কারণে দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়েছে।