কুড়িগ্রামের উলিপুরে এবারে তিসি চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষকরা। অনুকূল আবহাওয়া ও উৎপাদন খরচ কম হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। এবারে তিসি চাষে প্রাকৃতিক কোনো বিরূপ পরিস্থিতির মুখে পরতে হয়নি চাষীদের। তাই বিভিন্ন অঞ্চল ও নদ-নদীর বিস্তৃর্ণ চর সমূহে তিসির ব্যাপক চাষাবাদ হয়েছে। কিছুদিন পর কৃষকরা মাঠ থেকে ফসল কাটা ও মারাই কাজে ব্যস্ত হয়ে পড়বে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অশোক কুমার জানান, উলিপুরের চরাঞ্চলে এর চাষ বেশী হয়ে থাকে। এ বছর তিসি আবাদ ভাল হয়েছে। রোগ-বালাই না থাকায় ও অনুকূল আবহাওয়া বিরাজ করায় এবছর তিসি চাষ করেই প্রত্যাশিত ফলন পাওয়া যাবে। বাম্পার ফলনে এবার কৃষকদের মুখে খুশির ঝলক।
বিডি প্রতিদিন/এ মজুমদার