ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক বাড়িতে বোমা ফাঁটিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সতীষ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী নিভা রানী মন্ডল আহত হয়েছেন। তাদের পার্শবর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলার সৌলজালিয়া ইউনিয়নের বীনাপানি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. জাহিদুল ইসলাম বলেন, কয়েকটি পটকা ফাঁটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এটা ডাকাতি নয়, দস্যুতার ঘটনা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন পরিদর্শক জাহিদুল ইসলাম।
এদিকে আহত দম্পতি সাংবাদিকদের জানান, রাত ১টায় দিকে ৮/১০ জনের একটি ডাকাতদল বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় সতীষ চন্দ্র লোহার সাবল দিয়ে এক ডাকাতকে পিটিয়ে আহত করলে ডাকাত দল পিছু হটে। পরে ডাকাতদল আবারও এসে বোমা ফাঁটিয়ে ঘরে ঢুকে সতীষ চন্দ্র ও স্ত্রী নিভা রানী মন্ডলকে লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে ডাকাতি করে।