মুন্সীগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শ্রীনগর থানা পুলিশ গৃহবধূ মুন্নী খন্দকারের (৩২) লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে। মুন্নী ঢাকার মিরপুর-১ এর এফ ব্লকের মুক্তিযোদ্ধা মৃত আসলাম খন্দকারের মেয়ে।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ বাড়ৈখালী গ্রামের নিজ রান্না ঘরের আঁড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ির লোকজন জানায়।
অপরদিকে নিহতের ছোট ভাই ইমরানের দাবি তার বোনকে অনেক দিন ধরে নির্যাতন করা হচ্ছিল। এর ধারাবাহিকতায় রবিবার রাতে তার বোনকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি আরো জানান, পনের বছর আগে মুন্নী খন্দকারের সঙ্গে বাড়ৈখালী গ্রামের পিনু খন্দকারের বিয়ে হয়। তাদের সংসারে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মোহনা খন্দকার নামে এক কণ্যা সন্তান রয়েছে। অনেকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এক বছর ধরে এর মাত্রা আরও বেড়ে যায়।
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক জানান, প্রাথমিকভাবে ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ