ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে বিএনপি এবং সহ-সভাপতিসহ ১০ পদে আ’লীগের প্যানেল নির্বাচিত হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে জোটবদ্ধ দলগুলোর অংশগ্রহণে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরে সোমবার ভোটের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অফিসার ও সমিতির বর্তমান সভাপতি শ্রী বাধঁন কুমার গোস্বামী।
ফলাফলে জানা যায়, সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি, সম্পাদক ও অডিটর’সহ ৫টি পদে জয় পেয়েছে বিএনপিপন্থী প্যানেল। বাকী ১০টি পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। বিজয়ীরা হলেন, বিএনপিপন্থি প্যানেল থেকে সভাপতি শ্রী বাধঁন কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান, সহ-সম্পাদক আবুল বাসার মাসুদ, অডিটর আনিছুজ্জামান আনিছ ও সদস্য কামরুল হাসান কিরণ।
অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভুইয়া, হযরত আলী, সহ-সম্পাদক হারুনূর রশিদ, বিজন কুমার পাল, সদস্য কামরুল ইসলাম, মেহেদী হাসান আকন্দ, আ: আল মামুন, মুহাম্মদ মাহবুব আজাদ খান, মোহাম্মদ মাহমুদুল হাসান, তাসলিমা আবিদ পাপীয়া।