দীর্ঘ ১১ বছর পর বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। আগামী ১৮ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু জাফর সিদ্দিক রিপন, শাজেদুর রহমান শাহীন, জুলফিকার রহমান শান্ত, কাউন্সিলর ইব্রাহীম হোসেন, লুৎফুল বারি বাবু, কামরুজ্জামান মাছুদ, প্রভাষক মনিরুজ্জামান, কোয়েল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা খায়রুল হাসান জুয়েল।
দলকে আরও সু-সংগঠিত করতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে আগামী ১৮মার্চ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন আব্দুর রাজ্জাক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ